
শ্বশুরকে খুন করল জামাই। বাবাকে স্বামীর হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। এদিকে শ্বশুরকে হত্যা করে বাড়ি ফিরে গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। অভিযোগ তিলজলার বাসিন্দা সুমিত বর্মন বুধবার গভীর রাতে মদ্যপ অবস্থায় বাইকে চড়ে হাজির হন মধ্যমগ্রামের শ্রীনগরের তার শ্বশুরবাড়িতে। তাঁর সঙ্গে ঝগড়ার জেরে সুমিতের স্ত্রীও অনেকদিন ধরেই বাপের বাড়িতেই আছেন। ওদিন রাতে জামাইকে দরজা খুলে দেন শ্বশুর। অভিযোগ এরপরই সুমিত ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরকে কোপাতে শুরু করে। বাধা দিতে এলে সুমিতের অস্ত্রের কোপ পড়ে স্ত্রীয়ের ওপরও। শ্বশুরকে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে কুপিয়ে খুন করে সুমিত ফিরে আসে তার তিলজলার বাড়িতে। স্ত্রীর মুখে সব শুনে মধ্যমগ্রাম পুলিশ তার খোঁজে তিলজলায় হাজির হন। সেখানে সুমিতের ঘরের দরজা ভেঙে পুলিশ দেখে সিলিং থেকে ঝুলছে সুমিতের নিথর দেহ। ঠিক কী কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।