State

পাওনা টাকা আদায় নাকি অবৈধ সম্পর্কে অবনতি? গৃহবধূ খুনের তদন্তে ধন্ধে পুলিশ

বিবাহ বহির্ভূত সম্পর্ক শেষ করে দেওয়াই কি কাল হল? নাকি টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হল গৃহবধূ সহর বানু বিবিকে? বীরভূমের মুরারই থানার অন্তর্গত জাজিগ্রামের ঘটনায় এই দুই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে। মৃতার স্বামী কর্মসূত্রে অসমে থাকেন। খুব কমই বাড়িতে আসেন তিনি। ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন সহর বানু। এলাকাবাসীর দাবি, এর ফাঁকে ওই মহিলার সঙ্গে স্থানীয় যুবক মংলা শেখের ঘনিষ্ঠ সম্পর্কে গড়ে ওঠে। প্রতিবেশিদের আরও দাবি, হালে যুবকের সঙ্গে মহিলার সম্পর্কের অবনতিও ঘটে। ২ মেয়ে মায়ের অবৈধ সম্পর্কের কথা জেনে যায়। ছেলেমেয়েরা বড় হচ্ছে ভেবে সম্ভবত যুবকের সঙ্গে সম্পর্ক আর এগোতে চাননি সহর বানু।

পুলিশের প্রাথমিক ধারণা, এই দূরত্বই হয়তো আক্রোশ বাড়িয়ে দেয় অভিযুক্তের মনে। অভিযোগ গত রবিবার সন্ধেবেলা সহর বানুর বাড়ি চড়াও হয় সে। মহিলা ও তাঁর ২ মেয়ে সেইসময় ইট মেরে ওই যুবককে তাড়িয়ে দেয়। পরে গভীর রাতে ওই যুবক ফের হানা দেয় গৃহবধূর বাড়িতে। ঘরে ঢুকে ঘুমন্ত সহর বানুকে সে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘুম ভেঙে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে মৃতার ২ মেয়ে। অভিযোগ, লোক জানাজানির ভয়ে তাদের এবং মহিলার ৩ বছরের ছেলেকেও কোপায় অভিযুক্ত। চেঁচামেচি শুনে সহর বানুর বাড়ির সামনে ছুটে আসেন প্রতিবেশিরা। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে ওই যুবক। স্থানীয়রাই এরপর খবর দেন পুলিশে। গুরুতর জখম মৃতার ৩ সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃতার বড় মেয়ের দাবি, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মাকে খুন হতে হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button