খড়গপুরে শ্রীনু নাইডু খুনের ঘটনায় গ্রেফতার হয় এলাকায় মাফিয়া ডন হিসাবে পরিচিত বাসব রামবাবু। তৃণমূল কাউন্সিলর পূজা নাইডুর স্বামী শ্রীনু নাইডুও এলাকায় একসময়ে মাফিয়া ডন হিসাবেই পরিচিত ছিল। শ্রীনু নাইডু খুনে জড়িত অভিযোগে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বাসব রামবাবুকে গ্রেফতার করে পুলিশ। আপাতত সে জেলবন্দি। এই অবস্থায় তার বাড়ি লক্ষ্য করে এদিন চলল গুলি।
খড়গপুরের মালঞ্চ এলাকায় বাড়ি বাসব রামবাবুর। শুক্রবার সকাল ৭টা নাগাদ বাসব রামবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ায় ২টি বাইক। ২টি বাইকেই ২ জন করে বসেছিল। একটি বাইকের পিছনে বসা ব্যক্তি পকেট থেকে পিস্তল বার করে বাসব রামবাবুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এরপর বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে স্থানীয় একটি দোকানের সিসিটিভি থেকে যে ফুটেজ তারা পায়, তা থেকে গোটা ঘটনা সামনে আসে। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে। এদিকে বাসব রামবাবুর বাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।