উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাড়ি গৃহবধূ শাখি চৌধুরীর। সেই বাড়ির সামনেই শনিবার বেলায় ভিড়ে ভিড়। ভিড়ে থাকা মহিলা, পুরুষ সকলেই উত্তেজনায় ফুঁসছেন। বাড়ির সকলে তখন কার্যত গৃহবন্দি। বাইরে তাঁদের মেয়ের বিরুদ্ধে চলছে স্লোগান। উপযুক্ত শাস্তির দাবি। ভিড়ে দাঁড়ানো প্রায় সকলেই ক্রিকেটার অজয় করের প্রতিবেশি। তাঁরা সকালে থানার সামনে বিক্ষোভ দেখানোর পর হাজির হন শাখি চৌধুরীর বাড়ির সামনে।
ঘটনার সূত্রপাত গত বুধবার। সেদিন দুপুর থেকে নিখোঁজ হয়ে যান ক্রিকেটার অজয় কর। অনেক খোঁজাখুঁজির পর রাতে অশোকনগরের কাছে রেললাইনের ধার থেকে অচেতন অবস্থায় অজয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অজয়ের বাড়ির লোকজন জানতেন অজয়ের সঙ্গে এক গৃহবধূর সম্পর্ক আছে। এদিকে গৃহবধূ শাখি চৌধুরীর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। বিশ্বজিত নামে এক যুবকের সঙ্গেও নাকি প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর বলে দাবি।
পুলিশের কাছে পরিবারের তরফে দাবি করা হয় ওই গৃহবধূই তার প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে অজয়কে খুন করেছে। মৃতের পরিবারের অভিযোগক্রমে ওই গৃহবধূ ও বিশ্বজিতকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের আদালতে পেশ করা হয়। ২ জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।