বুধবার সকালে এক ভয়ানক মৃত্যুর সাক্ষী থাকল ওল্ড দিঘা। দিঘা মানেই বাঙালি পর্যটকে ঠাসা সমুদ্রতট। ২-৩ দিনের ছুটিতে দিঘা বেড়িয়ে আসা বাঙালির দীর্ঘদিনের প্রবণতা। তেমনই কটা দিনের ছুটিতে স্ত্রী, মেয়ে ও জামাইকে নিয়ে দিঘায় বেড়াতে এসেছিলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা চন্দন মুখোপাধ্যায়। বুধবারই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। তার আগে সকালের দিকে সমুদ্রের ধারে ওই প্রৌঢ় সপরিবারে সময় কাটাতে যান।
বুধবার সমুদ্র উত্তাল ছিল। ওল্ড দিঘায় পর্যটকের ভিড় থাকলেও সমুদ্রে নামা বারণ ছিল প্রশাসনের তরফে। এই অবস্থায় স্নান করতে না গেলেও পা ভেজানোর জন্য কিছুটা জলের দিকে এগিয়ে যান চন্দনবাবু। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই একটি ঢেউ এসে ধাক্কা মারে তাঁকে। টাল সামলাতে না পেরে তিনি আছড়ে পড়েন বোল্ডারে। বোল্ডারে মাথা ঠুকে যায়। এরপর অচেতন চন্দনবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনবাবুর মাথা ফেটে যায়নি। কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।