বাবা বেশ কিছুদিন হল গত হয়েছেন। আর বাবার মৃত্যুর পরই তাঁর ১২ বিঘার মত জমি নিয়ে শুরু হয় পারিবারিক কোন্দল। একদিকে মা করুণাময়ী ও ছোট ছেলে মৃন্ময় মিস্ত্রি। আর অন্যদিকে বড় ছেলে সুখময় মিস্ত্রি। অভিযোগ মা ও ছোট ছেলে চাইছিল পুরো জমি আত্মসাৎ করতে। কিন্তু পরে গ্রামের মধ্যস্থতায় জমির ৩ ভাগ হয়। মা ও ২ ছেলে সমান ভাগ পায়।
এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আনখোনা এলাকায় বড় ছেলে সুখময়ের মোটরবাইক আটকায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ। সেখানেই সুখময়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বিষয়টাকে ছিনতাই করতে এসে হত্যাকাণ্ডের রূপ দিতে চাইলেও পুলিশ জানতে পারে একটা লোক খুন হয়ে গেল দুষ্কৃতীদের হাতে, অথচ তাঁর সঙ্গে থাকা টাকাকড়ি খোয়া যায়নি। এরপর কেতুগ্রাম থানায় মৃতের স্ত্রী অভিযোগ করেন সুখময়ের মা ও ছোটভাই তাঁর স্বামীকে খুন করিয়েছে। সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশ ছোট ছেলে মৃন্ময়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত মায়ের খোঁজ চলছে।