দিঘায় মিলল এক যুবকের মৃতদেহ। হোটেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম অভিজিত দত্ত। এই ঘটনায় এক চিকিৎসক দম্পতি সহ এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। অভিযোগ মাত্র ১ সপ্তাহ আগেই জোকা ইএসআইয়ের এক চিকিৎসকের গাড়ির চালক হিসাবে কাজে যোগ দেন অভিজিত দত্ত। লিলুয়ার বাসিন্দা অভিজিতকে নিয়োগ করেন ওই চিকিৎসকের স্ত্রী।
গত বৃহস্পতিবার ওই চিকিৎসক তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে গাড়িতে দিঘায় পৌঁছন। গাড়ি চালিয়ে তাঁদের নিয়ে আসেন নব নিযুক্ত চালক অভিজিতবাবু। পুলিশ জানতে পেরেছে ওই হোটেলে ওঠার পর রাতে ওই চিকিৎসক, তাঁর স্ত্রী ও তাঁদের আত্মীয় মদ্যপান করছিলেন। সেই আসরে যোগ দেন গাড়ি চালক অভিজিতও। একসঙ্গেই সকলে মিলে চলছিল মদ্যপান। অভিযোগ এখানে মদ্যপানের ফলে টালমাটাল অবস্থা হয় অভিজিতের। সেই অবস্থায় চিকিৎসকের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এতে চিকিৎসকের সঙ্গে তাঁর বচসার পরিস্থিতিও সৃষ্টি হয়।
এরপর শুক্রবার সকালে অভিজিত দত্ত হোটেলের যে ঘরে ছিলেন সেই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চিকিৎসক, তাঁর স্ত্রী ও আত্মীয়কে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যু রহস্যের কিনারা করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কেনই বা চিকিৎসক দম্পতি তাঁদের সদ্য নিযুক্ত চাড়ির চালককে তাঁদের মদ্যপানের আসরে যোগ দিতে দিলেন, কেনই বা আচমকা পরদিন অভিজিতের দেহ মিলল তাঁর হোটেল রুম থেকে, সেসব কিছুই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।