গরমে পুড়ছে বীরভূম। তারমধ্যেই আবার তেলের ট্যাঙ্কারে আগুন লেগে গেল একেবারে জাতীয় সড়কের ওপর। তাতে আশপাশের তাপমাত্রা এমন জায়গায় পৌঁছয় যে দমকলও বেশ কিছুক্ষণ কাছে ঘেঁষতে পারেনি।
সোমবার দুপুরে সিউড়ি থেকে রামপুরহাট যাচ্ছিল একটি তেলের ট্যাঙ্কার। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছিল গাড়িটি। মহম্মদ বাজারের কাছে উল্টোদিক থেকে চলে আসে একটি লরি। লরির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। মুহুর্তে ট্যাঙ্কারে আগুন লেগে যায়। রাস্তার দুপাশে জঙ্গল। মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তার মাঝখান বরাবর তেলের ট্যাঙ্কারটি দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ছাড়িয়ে যায় দুপাশের সুউচ্চ গাছের মগডাল। এই অবস্থা চলতে থাকে। দমকলকর্মীরা অপেক্ষায় ছিলেন কতক্ষণে আগুন কিছুটা স্তিমিত হয়। এদিকে এদিন দুপুরে আগুন লাগার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।