এদিন কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া ও মুর্শিদাবাদে প্রবল বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদে এদিন সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়। যা কখনও কমেছে, কখনও বেড়েছে। তবে চলেছে দুপুর পর্যন্ত। ফলে মুর্শিদাবাদ জুড়েই গরম উধাও হয়ে বদলে গেছে পরিবেশ। জায়গা করে নিয়েছে বেশ একটা মনোরম বৃষ্টি ভেজা মেঘলা আবহাওয়া। একইভাবে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে এদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে হাওড়াতেও। তুলনায় কিছুটা কম বৃষ্টি পেয়েছে নদিয়া ও বীরভূম। তবে এ বৃষ্টি সাময়িক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে আগেই বলা হয়েছিল কোথাও কোথাও আঞ্চলিক মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হবে। এদিন সেই আঞ্চলিক মেঘেই বৃষ্টি হয়েছে। তবে আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশ্বস্ত করেছেন আবহবিদদের একাংশ।
এদিন কিন্তু বৃষ্টির পাশাপাশি প্রচুর বজ্রপাত হয়েছে। এমনিতেই এ বছর বজ্রপাতের তাণ্ডব বেড়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় এমন মুহুর্মুহু বজ্রপাত কেড়ে নিয়েছে অনেকগুলি প্রাণ। এদিনও বাজ পড়ে পুড়েছে একটি বাড়ি। ফলে বৃষ্টি মাথায় করে রাস্তায় বার হওয়া গেলেও এখন বজ্রপাতের আতঙ্ক নতুন সমস্যা তৈরি করেছে। বৃষ্টির সঙ্গে এত বজ্রপাত এদিন হয়েছে যে অনেকেই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়েও রাস্তায় হাঁটতে সাহস পাননি। বৃষ্টিতে ভিজলে তা শুকিয়ে যাবে কিন্তু মাথায় বাজ পড়লে কী হতে পারে তা নতুন করে কাউকে বোঝানোর অপেক্ষা রাখেনা। ফলে সেই আতঙ্ক এদিন কিন্তু কাজ করেছে।