
বীরভূমে দুই বোনের খুনের ঘটনায় তাদের মাকেও আটক করল পুলিশ। কেন খুন বা কারা খুন করেছে তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে তদন্ত এগোচ্ছে। তদন্তে মৃতাদের মা অপর্ণা সাধুর মোবাইল ফোন আটক করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে অপর্ণা খুনের দিন তাঁদের গুরু মায়ের সঙ্গে দেখা করেছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি তাঁর ৩ পুরুষ বন্ধুকেও ফোন করেন। এদের সকলকেই জিজ্ঞাসাবাদ করে খুনের সূত্র খুঁজে পেতে চাইছে পুলিশ। বৃহস্পতিবার বীরভূমের মহম্মদ বাজারে খুন হয় দুই বোন। ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্রী এই দুই বোনকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় দুই বোনের কাকা, কাকিমা ও খুড়তুতো ভাইকে গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার দুই ছাত্রীর গৃহশিক্ষক ও তার এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।