মুর্শিদাবাদের কান্দি থেকে একটি গাড়িতে গত মঙ্গলবার রাতে দিঘাতে বেড়াতে যাচ্ছিলেন ৬ জন। যারমধ্যে ছিলেন তৃণমূল পরিচালিত কান্দি পঞ্চায়েত সমিতির ২ কর্মাধ্যক্ষ কালাম শেখ ও হায়দর আলি। ছিলেন ২ পঞ্চায়েত সদস্য সমর ঘোষ ও দেবসাগর দে। জানা গেছে, বুধবার ভোর ৫টা নাগাদ গাড়িটি পূর্ব মেদিনীপুরের দইসাই এলাকায় ১১৬বি জাতীয় সড়কের ওপর দিয়ে দিঘার দিকে ছুটে যাচ্ছিল। সেসময়ে দিঘা-হাওড়া রুটের একটি বাস উল্টোদিক থেকে আসছিল। আচমকাই বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রবল সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির আরোহীদের দেহেরও দলা পাকানো অবস্থা হয়। ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। স্থানীয়রাই ছুটে এসে দেহগুলিকে উদ্ধার করা শুরু করেন। অন্যদিকে বাসটিরও সামনের অংশ দুমড়ে গিয়েছে। বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।