
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে গেল মিনি ট্রাক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মাতলা সেতুর কাছে। দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এঁরা সকলেই পেশায় ব্যবসায়ী। বাসন্তী থেকে তাঁরা কলকাতায় আসছিলেন। দুর্ঘটনায় আহত ৪ জনকে এম আর বাঙুর হাসপাতাল ও ৪ চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিনি ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। তাঁদের ধারণা গতি না কমিয়েই রাস্তার ধারের কাঁচা রাস্তায় নেমে পড়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। উল্টে যায় গাড়ি। স্থানীয় মানুষজনই প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করেন।