
খড়গপুরের মালঞ্চ রোডে স্বর্ণ ব্যবসায়ীর ওপর গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়াল। উত্তম দাস নামে ওই স্বর্ণ ব্যবসায়ী শুক্রবার রাতে দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। অভিযোগ রাস্তায় তাঁদের পথ আটকায় ৩ বাইক আরোহী। তারপর খুব কাছ থেকে উত্তমবাবুর ওপর গুলি চালায় তারা। গুলি লাগে উত্তমবাবুর বুকে। গুলি লেগেছে তাঁর বন্ধুর বুকেও। রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় লুটিয়ে পড়লে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। উত্তমবাবুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খড়গপুর স্টেট জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এলাকায় নির্বিবাদী হিসাবেই পরিচিত উত্তমবাবুকে এভাবে গুলি করার ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার মালঞ্চ রোডে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।