বঙ্গোপসাগরের ফের ট্রলার ডুবির ঘটনা ঘটল। ফ্রেজারগঞ্জের কাছে একটি মাছ ধরার ট্রলার ঢেউয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে উল্টে যায়। উত্তাল সমুদ্রে পড়ে যান ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবী। এঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও ৮ জনের কোনও খোঁজ নেই। ইতিমধ্যেই তাঁদের খোঁজে কাকদ্বীপ থেকে রওনা দিয়েছে অন্য ট্রলার।
এখন বেশ উত্তাল বঙ্গোপসাগর। কিছুদিন আগেই উত্তাল সমুদ্রে কয়েকটি ট্রলার টাল সামলাতে না পেরে উল্টে যায়। মৎস্যজীবীরা জানান বহু বছর ধরেই তাঁরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন। কিন্তু এমন ভয়ংকর চেহারার ঢেউ এর আগে কখনও দেখেননি। সেই ট্রলার ডুবিতেও কয়েকজনের এখনও খোঁজ নেই। এই অবস্থায় ফের ট্রালারডুবির ঘটনা কিন্তু মৎস্যজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এত ঘনঘন ট্রলার ডুবির ঘটনায় চিন্তিত তাঁদের পরিবারও।