পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু এলাকা দখলের লড়াই। শাসক দলের বোমাবাজির জেরে উত্তপ্ত হল বীরভূমের খয়রাশোলের আলিআঠ গ্রাম। ২ গোষ্ঠীর ২ জন মহিলা বোমার আঘাতে গুরুতর জখম হন।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত ভোটের পর থেকেই বিভিন্ন বিবাদে উত্তপ্ত ছিল এই গ্রাম। ষোলটি পরিবার গত ১২ জুলাই থেকে ঘরছাড়া। তাঁদের দাবি অন্য গোষ্ঠীর লোকেরা বৃহস্পতিবার তাঁদেরকে গ্রামে এসে থাকার আমন্ত্রণ জানান। সন্ধ্যায় তাঁরা গ্রামে ঢোকার পরই শুরু হয় তাঁদের ওপর বোমাবাজি।
অপর গোষ্ঠীর দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ গ্রামছাড়া পরিবারের সদস্যরা ২টি গাড়িতে করে এসে গ্রামে বোমাবাজি শুরু করে। গ্রামের গুলবদন বিবি নামে এক মহিলা বোমার আঘাতে আহত হন। তাঁকে স্থানীয় নাগরাকোন্দা হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রামছাড়া পরিবারের সদস্য নবিজান বিবি গুরুতর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। যদিও খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষের দাবি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।