তোমার ভাইপো যদি খুন হয়ে যায় তখন কি করবে দিদি? সরাসরি হুমকি না হলেও বাজার গরম করা এই ভাষণেই রাতারাতি লাইমলাইটে বিজেপির প্রাক্তন বীরভূম জেলা সভাপতি নির্মলচন্দ্র মণ্ডল।
শুক্রবার সিউড়িতে পুলিশ সুপারের দফতরের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি কিষান মোর্চা। গত ২৯ জুলাই খয়রাশোলের হজরতপুরে কিষান মোর্চার সভা চলাকালীন তৃণমূল আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির। ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলে দাবি বিজেপির। তারই প্রতিবাদে আয়োজন করা সভায় বেফাঁস কথা বলে বিতর্কে জড়ালেন নির্মলচন্দ্র মণ্ডল।
এদিনের সভায় নির্মলবাবু আরএসএস-কে ‘মরদের’ সংগঠন বলে উল্লেখ করে আরও বলেন যে, কেরালায় সিপিএম একটা খুন করলে তাঁরা দুটো খুন করেন। সেইরকম মারামারি তাঁরা এবার বাংলায় শুরু করবেন। নির্মলচন্দ্র মণ্ডলের এদিনের ভাষণকে জেলা তৃণমূল নেতৃত্ব এখনো গুরুত্ব দিতে নারাজ।