পুরুলিয়ার রঘুনাথপুরের একটি বেসরকারি লজে প্রায় ৮ মাস ধরে থাকতেন বছর ৩০-এর সন্তু মল্লিক। বরাবর চুপচাপ এই সরকারি আধিকারিককে গত ১ অগাস্ট শেষ বার নিজের ঘর থেকে বার হতে দেখা যায়। কিন্তু তখন কোনও সন্দেহ হয়নি লজের কর্মীদের।
শুক্রবার বিকেলে হঠাৎ লজের সেই ঘরের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় লজের ম্যানেজারের। খবর দেওয়া হয় পুলিশ ও সন্তুবাবুর সহকর্মীদের। পুলিশ এসে দরজা ভেঙে সন্তু মল্লিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হওয়া এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। তবে সন্তুবাবুর পরিবার বা সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করে আত্মহত্যার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
অল্প বয়সেই রাজ্য শিক্ষা দফতরের বড় দায়িত্ব সামলাতেন সন্তুবাবু। পুরুলিয়ার নিতুরিয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ছিলেন তিনি। সহকর্মী বিশ্বজিৎ গুপ্ত জানান, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন সন্তুবাবু। সেইসাথে কথাও কম বলতেন তিনি।