অন্যদিনের মতো বাড়ি থেকে ৩০০ মিটার দূরে ক্ষরি নদীর ধারে ঘুরতে গিয়েছিল রিয়াজ। কোলে ছিল আড়াই বছরের পিসতুতো ভাই। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও বাড়ি না ফেরায় গ্রামে খোঁজ পরে যায়। কিন্তু তখনই যেন অশনি সংকেত পেয়ে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের গোপালপুর গ্রামের মানুষ। খবর যায় ব্লক প্রশাসনের কাছে।
দুপুরে তাদের নদীর দিকে যেতে দেখতে পাওয়া যায় বলে শোনা মাত্রই পরিবারে কান্নাকাটি শুরু হয়ে যায়। বর্ষায় ক্ষরি নদী এতটাই ভয়ঙ্কর চেহারা নিয়েছে যে পাড়ে দাঁড়াতেও ভয় হয় বর্ধমান-১ ব্লকের গোপালপুর থেকে আশেপাশের সব গ্রামের মানুষের।
১১বছরের রিয়াজ আর আড়াই বছরের পিসতুতো ভাইয়ের খোঁজে নদীতে নামানো হয় ডুবুরি। কিন্তু গত বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত খোঁজ চালিয়েও কোন চিহ্ন পাওয়া যায়নি ২ ভাইয়ের। অবশেষে শুক্রবার দুপুরে গোপালপুর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাহাড়হাট গ্রামের কাছে রিয়াজের মৃতদেহের সন্ধান পান ডুবুরিরা। ছোট্ট শিশুটি এখনো নিখোঁজ।