
কৃমি মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী। কেন্দ্রীয় সরকারের কৃমিনাশক কর্মসূচির আওতায় এদিন রাজ্যের ১১টি জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের কৃমির ওষুধ খাওয়ানো হয়। দায়িত্বে ছিল রাজ্য স্বাস্থ্য দফতর। অভিযোগ অ্যালভিন ড্যাজল নামে এই ওষুধ খাওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের একাংশ অসুস্থ অনুভব করতে থাকে। বাসন্তী থেকে শুরু করে ময়না, কোলাঘাট, পাঁশকুড়ার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। এদের কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হয়। যদিও স্বাস্থ্য দফতরের দাবি সব নিয়ম মেনেই পড়ুয়াদের ওষুধ দেওয়া হয়েছিল। এই ওষুধ খেলে প্রাথমিকভাবে বাচ্চাদের মধ্যে গা বমি ভাব, মাথা ব্যথার মত উপসর্গ অনেক সময়েই দেখতে পাওয়া যায়। যা থেকে ভয়ের কিছু নেই।