
পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে অশান্তির শুরু। সেই অশান্তির জেরেই রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়া শহর। অভিযোগ এখানকার এক দোকানদারের ঘর দখল করে সেখানে গাড়ি চালকদের কার্যালয় তৈরির চেষ্টা করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাতেই শুরু হয় বিপত্তি। স্থানীয়দের দাবি, ওখানে পার্টি অফিস তৈরির জন্য ঘর দখল করা হচ্ছিল। স্থানীয় মানুষজন এদিন রুখে দাঁড়ালে গাড়ি চালকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা একটি বাইক জ্বালিয়ে দেয়। এলাকার সব দোকান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।