অবশেষে বন দফতরের পাতা ফাঁদে পা দিল চিতাবাঘ। খাবারের লোভ সামলাতে না পেরে খাঁচায় বাঁধা ছাগল ধরতে সেখানে ঢোকে বাঘটি। ব্যস, সেখানেই আটকা পড়ে যায় সেটি। বন দফতরের আধিকারিকরা বাঘটিকে খাঁচা বন্দি অবস্থায় উদ্ধার করেছেন। পরে তাকে দূরের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে গত কয়েকদিন ধরে একটি চিতাবাঘ হানা দিচ্ছিল। ফলে চা বাগানের কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। চিতা বাঘের আনাগোনার খবর দেওয়া হয় বন বিভাগেও। বন বিভাগের তরফে তারপরই জাল পাতা হয়। আর সেখানেই গত রবিবার রাতে আটকা পড়ে স্ত্রী চিতাবাঘটি।