সাইবার জালিয়াতি রুখতে এবার সরাসরি মানুষের মাঝে পুলিশ। শপিং মলের দোকানে কার্ডের ব্যবহার কিভাবে করতে হবে তার পাঠ হাতেকলমে দিল তারা। উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।
রাজ্যে বেড়ে চলা সাইবার জালিয়াতিতে আতঙ্কের মেঘ সব এলাকার মানুষের মধ্যে। পূর্ব বর্ধমানের বিভিন্ন মলের ক্রেতাদের সেই আতঙ্ক কাটাতে তৎপর হল জেলা পুলিশ। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা পুলিশ গঠন করেছে সাইবার অপরাধ দমন শাখা। সেই শাখার পক্ষ থেকে বুধবার অভিযান চালানো হয় বর্ধমান শহরের বিভিন্ন শপিং মলে। কার্ড জালিয়াতি রুখতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সতর্ক থাকতে হয়। এই মর্মে পুলিশের পক্ষ থেকে গ্রাহকদের পাশাপাশি মলের দোকানের কর্মীদেরও নানা টিপস দেওয়া হয়।
অন্যদিকে সাইবার চুরি রুখতে বৈঠক করা হয় জেলার বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজারদের সঙ্গে। বৈঠক শেষে পুলিশ ব্যাঙ্ক কর্মীদেরও নিরাপত্তাজনিত প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিনের মধ্যেই দেওয়া হবে সেই প্রশিক্ষণ।