প্রচুর পরিমাণ বিস্ফোরক সহ একটি মারুতি আরটিগা গাড়ি আটক করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। গাড়ির চালক পালিয়ে গেলেও চালক ও গাড়ি মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে আগে থেকেই বিস্ফোরক পাচারের খবর ছিল জেলা পুলিশের কাছে। তার ভিত্তিতেই ফাঁদ পাতা হয় মহম্মদবাজারের দেউচা থেকে হরিণসিঙ্গা যাওয়ার রাস্তায়। সন্দেহ হওয়ায় একটি গাড়িকে ধাওয়া করতেই তার গতি বেড়ে যায়। এরপর এক জায়গায় গাড়ি ফেলে চম্পট দেয় চালক। আটক হয় ৪৫০০টি ডিটোনেটর এবং ৪৮০০টি জিলেটিন স্টিক।
সম্প্রতি প্রাইভেট গাড়িতে করে বিস্ফোরক পাচারের ঘটনা শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতেও একই রকম ভাবে বিস্ফোরক আটক হয়েছিল। তবে বিস্ফোরকের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায় চিন্তায় জেলা পুলিশ।