দিদিগিরির জেরে আতঙ্কে বিভাগীয় প্রধান থেকে কলেজের অধ্যক্ষ। একেবারে হাত-পা কেটে ব্যাগে ভরে দেওয়ার হুমকির অভিযোগ। আতঙ্কে হুগলি উইমেন্স কলেজের এক অধ্যাপক দ্বারস্থ হলেন পুলিশের। কলেজের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের কাছে চাইলেন সমাধান।
চুঁচুড়ার হুগলি উইমেন্স কলেজের অধ্যাপক প্রসেনজিৎ সেনগুপ্ত গত ১ অগাস্ট চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন যে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিতা সেন, কোষাধ্যক্ষ পাপিয়া বিশ্বাস এবং ক্রীড়া কমিটির কনভেনর সুতীর্থা ভৌমিক তাঁকে প্রাণনাশের হুমকি দেন। গণ্ডগোলের সূত্রপাত সঙ্গীত বিভাগে একজন একম্পেনিস্টের নিয়োগ নিয়ে। যে নিয়োগের জন্য আসা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও ফিরে যেতে বাধ্য হন।
অভিযোগ, এরপর থেকেই নানাভাবে হেনস্তা করা হচ্ছে অধ্যাপক সেনগুপ্তকে। কলেজের ২ জন শিক্ষক ও অধ্যক্ষের নামে মিথ্যা মামলাও দায়ের করা হয় বলে অভিযোগ। এসবের পিছনে কলেজেরই ২ কর্মী মদত যোগাচ্ছেন বলে অভিযোগ করেন অধ্যক্ষ সীমা ব্যানার্জি। আপাতত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিদর্শকের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।