আদিবাসী উৎসবে নয়া অবতারে ধরা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। যে মানুষটিকে বড় বড় অনুষ্ঠানেও তাঁর ট্র্যাডিশনাল পায়জামা-পাঞ্জাবি ছাড়া দেখা যায়নি, আজ তিনিই আদিবাসী পুরুষদের মত লুঙ্গি-গেঞ্জিতে সকলের নজর কাড়লেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার রাজ্যের সব জেলাতেই পালিত হয়েছে আদিবাসী দিবস। বীরভূমে আদিবাসী মানুষের সংখ্যা বেশি, তাছাড়া জেলার প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডও আদিবাসী অধ্যুষিত। তাই এখানে এই দিবসের গুরুত্ব অনেক বেশি। সেটা মাথায় রেখেই জেলার নেতারা সিদ্ধান্ত নেন আদিবাসীদের পোশাক পরিধানের।
এদিন এই পোশাকে কৃষিমন্ত্রীকে ছাড়াও দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে। মহম্মদবাজারের প্যাটেলনগরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। তিনি বিজেপির থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দূরে থাকতে অনুরোধ করেন। পাশাপাশি যে কোনও অসুবিধায় তৃণমূল কর্মীদের সাহায্য নেওয়ারও অনুরোধ করেন অনুব্রতবাবু।