পোস্তার উড়ালপুলটিও ছিল নির্মীয়মাণ। তার তলা দিয়ে যাতায়াত ছিল গাড়িঘোড়া, মানুষের। ফলে মৃত্যুর হাহাকার সেদিন মর্মান্তিক পর্যায়ে পৌঁছেছিল। তারওপর সেটি সকালে ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়ংকর চেহারা নিয়েছিল। সেই পোস্তা উড়ালপুলের ভেঙে পড়ার স্মৃতি উস্কে দিল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় একটি নির্মীয়মাণ উড়ালপুলের ভেঙে পড়া। ৪ লেনের এই উড়ালপুল তৈরি হওয়ার আগেই মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। স্থানীয়দের দাবি, রাত হওয়ায় হতাহতের সংখ্যা নেই। রাতে শুনশান থাকে ওই এলাকা। ফলে উড়ালপুল ভেঙে পড়লেও তার তলায় কেউ চাপা পড়ে যাননি। কিন্তু সকালে ওই নির্মীয়মাণ উড়ালপুলের তলা দিয়েই বহু মানুষ যাতায়াত করেন। ফলে তখন হলে মৃত্যুর ঘটনা ঘটত। তৈরি হয়ে গেলে অসম ও শিলিগুড়ির মধ্যে সড়ক সংযোগপ্রদানকারী হিসাবে বড় ভূমিকা নিত এই উড়ালপুল। তার আগে এভাবে উড়ালপুল ভেঙে পড়ায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যে নির্মাণ সংস্থা এই উড়ালপুল তৈরি করছে তারা সঠিক ইমারতি দ্রব্য ব্যবহার করছে না। উড়ালপুলের মত এমন একটি স্থাপত্য খাড়া করতে নির্মাণ সামগ্রির যে গুণগত মান থাকা প্রয়োজন তা দেওয়া হচ্ছে না। যার ফল হল এই ভেঙে পড়া। অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তাঁরা।