প্রায় ১ মাস আগের ঘটনা। ৬ ফুট লম্বা একটি পাইথনকে লাঠি দিয়ে খুঁচিয়ে মেরে ফেলেন বীরভূমের কাঁকরতলা এলাকার মানুষ। আলোড়ন পড়ে যায় এই ঘটনায়। সতর্ক হয় জেলা বন দফতর। তারই জেরে শনিবার বেঁচে গেল ৮ ফুট লম্বা অন্য একটি পাইথন।
কাঁকরতলার হিংলো বাঁধ এলাকায় পাইথন প্রায়ই দেখা যায়। গতমাসে বাবুইজোর গ্রামে পাইথনটি দেখা যাওয়ার পর প্রায় ৩ ঘণ্টা ধরে তার ওপর লাঠি দিয়ে অত্যাচার চলে। বন দফতর খবর পাওয়ার আগেই মারা যায় সাপটি। তবে এদিন তেমন হয়নি।
সকালে কদমডাঙ্গা জুনিয়র হাইস্কুলে সাপটি দেখা যেতেই গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। মাসখানেক ধরেই এলাকায় ঘুরে, কখনো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বন দফতর প্রচার চালাচ্ছিল যে পাইথন বিষধর সাপ নয়। তাই অযথা কেউ যেন তাকে হত্যা না করেন। শনিবার জীবিত পাইথনটি উদ্ধার হওয়ায় একরকম জয় হল বনদফতরের।