
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ডোমকল। সূত্রের খবর, ডোমকলের গড়াইমারির শাহজাদপুরে জমিতে পাঁচিল তোলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। তারপর ক্রমশ তা ভয়ঙ্কর আকার নেয়। দুপক্ষই সংঘর্ষের সময় গুলি চালায় বলে অভিযোগ। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তৃণমূল উপপ্রধান সিরাজ মণ্ডল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হয়েছেন তৃণমূলের আর এক কর্মী। অন্যদিকে কংগ্রেসের বাবলু মণ্ডল নামে এক কর্মী গুরুতর আহত। এঁদের দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।