ডেঙ্গি প্রতিরোধে তৎপর হল মধ্যমগ্রাম পুরসভা। এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এবার পুরনো পোড়ো বাড়ি থেকে মশা তাড়ানোর উদ্যোগ নিল তারা। মধ্যমগ্রাম জুড়ে বেশ কিছু পোড়ো বাড়ি রয়েছে। যেগুলি বছরের পর বছর বন্ধ অবস্থায় পড়ে আছে। বাড়িগুলিতে গাছপালা জন্মে গেছে। এসব বাড়িতে না কেউ ঢোকে। না পরিস্কার হয়। ফলে বৃষ্টি হলে বাড়ির বিভিন্ন ফাঁক ফোঁকরে জল জমছে। আর সেখানে মশারা নিশ্চিন্তে বংশবৃদ্ধি করে চলেছে। যা স্থানীয় মানুষের জন্য বয়ে আনছে ডেঙ্গি সহ মশা বাহিত রোগের আতঙ্ক।
মশার বড় উপদ্রব মধ্যমগ্রামে। এ ব্যাপারে একমত মধ্যমগ্রামের সিংহভাগ মানুষ। গত বছর এলাকায় ডেঙ্গি প্রভাব বিস্তার করেছিল। বিরোধীরা সরব হয়েছিলেন পুরসভার পরিষেবা নিয়ে। তবে এবার আর বিরোধীদের সেই সুযোগ দিতে চায় না শাসক দল। এবার মশা তাড়ানোর পাশাপাশি মশা যাতে হতেই না পারে সে ব্যবস্থাও করছে পুরসভা। মধ্যমগ্রামের বসুনগর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিছু বাড়ি। এবার সেই বাড়িগুলো পরিস্কার করতে উদ্যোগী হয়েছে পুরসভা। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ জানিয়েছেন, এলাকায় বেশ কিছু পোড়ো বাড়ি রয়েছে। সেসব বাড়িতে কয়েকদিন হল পরিস্কারের কাজ শুরু করেছে পুরসভা। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়