আবার নদীর জলে ডুবে মৃত্যু, ফের অভিযোগের তির নদী থেকে অবৈধভাবে বালি তোলার দিকে। এবার মৃত্যু বাঁকুড়া জেলায়। সোমবার সকালে সোনামুখীর রাঙামাটি ঘাটে দামোদরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার।
শ্রাবণের শেষ সোমবার শিব পুজো উপলক্ষে রাঙামাটি ঘাটে জল আনতে যায় দশম শ্রেণীর ছাত্র মন কর্মকার ও একাদশ শ্রেণীর ছাত্র বিদ্যুৎ ঘোষ। তারপর তলিয়ে যায় তারা ২ জন। মন কর্মকারের দেহ উদ্ধার করেন স্থানীয় মৎস্যজীবীরা। বিদ্যুৎ ঘোষের দেহ এখনও পাওয়া যায়নি।
পুজো দিতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রতি বছর শ্রাবণের সোমবারগুলিতে রাঙামাটি ঘাটে এরকম ভিড় হলেও কোন প্রশাসনিক নিরাপত্তা থাকে না। তার ওপর অবৈধভাবে বালি তোলার কারণে নদীতে প্রায় ৫০ ফুট গর্ত হয়ে যায়। সেখানে একবার কেউ চলে গেলে তার আর বাঁচার কোনও উপায় থাকে না। ঠিক সেভাবেই এদিন মৃত্যু হয় ওই ২ ছাত্রের।