রাজ্যের অন্তত ৪টি জেলা এখনো ফাইলেরিয়া মুক্ত নয়। তার মধ্যে রয়েছে বীরভূমও। এবার সেই কলঙ্ক মোছাতে উদ্যোগী হল বীরভূম জেলা স্বাস্থ্য দফতর। একদিকে যেখানে প্রতি বছর নতুন নতুন ভাইরাসের সাথে লড়াই চলছে রাজ্য জুড়ে সেখানে ফাইলেরিয়ার মতো সহজ রোগ নিয়ে আর দুশ্চিন্তা করতে রাজি নয় প্রশাসন।
রাজ্যের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এখনো ফাইলেরিয়া মুক্ত নয়। বীরভূম জেলা প্রশাসন এবার উদ্যোগ নিল জেলার ৩৩ লক্ষ মানুষের কাছে পৌঁছে ফাইলেরিয়া টিকাকরণ করার। তার জন্য গঠন করা হল টাস্ক ফোর্স। গ্রামাঞ্চলে মানুষকে ভ্যাকসিন খাওয়ানটাই একটা বড় সমস্যা। জেলার স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি এই টাস্ক ফোর্সের মূল কাজ হবে মানুষের মন থেকে সেই ভয় দূর করা।
অগাস্ট মাসের ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত ১ সপ্তাহ ধরে জেলায় এই অভিযান চালাবে টাস্ক ফোর্স। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ওষুধ খাওয়াবেন।