কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর শ্রাবণ, ভাদ্র মাসে সেই পাতে ইলিশ না পড়লে বাঙালির মন খারাপ। কিন্তু ভাল ইলিশের দামের ধাক্কায় অনেক সময়ে ইচ্ছে থাকলেও উপায় থাকে না। অবশেষে ইলিশের দিকে আড়চোখে চেয়ে রুই বা চারাপোনা কিনেই ব্যাজার মুখে ঘরে ফেরেন অনেকে। অপেক্ষায় থাকেন কবে দামটা একটু কমবে সেদিকে। কিছুদিন আগে দিঘায় এক ধাক্কায় অনেক ইলিশ ওঠায় দামটা কয়েকদিন একটু কমেছিল। ফের তা চড়ার দিকে। আর ঠিক এই সময়েই দিঘার মোহনায় মৎস্যজীবীদের জালে পড়ল ১০০ টনের ওপর ইলিশ!
১০০ টন ইলিশ ওঠা মানে ইলিশের দাম কিছুটা তো কমবেই। অন্তত তেমনই আশা ইলিশ প্রিয় বঙ্গবাসীর। বাজারে এই মাছ এলে ইলিশ ঢালাও বিক্রির সম্ভাবনা রয়েছে। ঠিকঠাক যোগান এলে দাম কমবে একথা মেনে নিচ্ছেন বিক্রেতারাও। তাঁদের মতে, ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ১ হাজারের মধ্যেই ঘুরবে। আর তার চেয়ে কিছুটা কম। অর্থাৎ ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ মিলবে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। আর ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ৩০০ টাকাতেও নেমে যেতে পারে। আপাতত সেই আশায় অধীর অপেক্ষায় বাঙালির মন।