পায়েস খাবেন? কিংবা মিষ্টি? সেটা হওয়ার নয়। কারণ দুধ ফোটালেই তো সেটা প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তাহলে কি এটা বাস্তবে দুধ? নাকি রাসায়নিক মেশানো কোনও বস্তু? এই সন্দেহ থেকেই মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে হয়ে গেল ধুন্ধুমার।
গত সোমবার শিবপুজোর জন্য প্রচুর পরিমাণে দুধ কেনেন শান্তিপুরের ঢাকাপাড়ার বাসিন্দারা। শিবের মাথায় ঢালার পর বেঁচে যাওয়া দুধ কেউ পায়েস, কেউ বা মিষ্টি তৈরির জন্য বাড়িতে নিয়ে যান। কিন্তু অভিযোগ, সেই দুধ ফুটে তৈরি হয় রবারের মত পদার্থ। এর পরই দুধ ব্যবসায়ীদের হাতেনাতে ধরার কথা ভাবেন তাঁরা।
মঙ্গলবার সকালে শান্তিপুর স্টেশনে দুধ ব্যবসায়ীরা দুধ নিয়ে অন্যত্র পাড়ি দেওয়ার আগেই তাঁদের আটকান ঢাকাপাড়ার বাসিন্দারা। পালিয়ে যান ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ কেউ না করায় ২৫টি দুধের ড্রাম ছেড়ে দেয় রেল পুলিশ। তবে জেলার প্রাণিসম্পদ বিকাশ দফতর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।