ডাকাতদের হাতে খুন হলেন বীরভূমের এক স্বর্ণ ব্যবসায়ী। বুধবার সকালে তাঁর ঘরের মেঝে থেকে তাঁর হাত পা বাঁধা দেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
লাভপুরের বিপ্রতিকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন বিপদতারণ সিংহ। বছর ৪৫ বয়সের বিপদতারণবাবুর বিপ্রতিকুড়ির বাসস্ট্যান্ডে সোনার দোকান। বিপদতারণবাবুর পরিবারের দাবি, প্রতিদিন রাতে তিনি দোকানের বেশকিছু পরিমাণ সোনা বাড়িতে এনে রেখে দিতেন। তাঁদের আরও দাবি, গত মঙ্গলবার রাতে বিপদতারণবাবুর স্ত্রী ও মেয়ে দোতলার ঘরে ঘুমাতে যান। বিপদতারণবাবুর শুয়েছিলেন একতলায়।
বিপদতারণবাবুর স্ত্রীর বয়ান অনুযায়ী, বুধবার সকালে তিনি ঘরের দরজা খোলা দেখে ঘরে ঢুকে দেখেন ঘর তছনছ করা। খানিকক্ষণ পরে তিনি খাটের তলার দিকে স্বামীর মৃতদেহ দেখতে পান। পরিবারের অনুমান, ঘরে সোনা এনে রাখা হয় তা ডাকাত দল জানত। সেই সোনা ডাকাতির চেষ্টা করা হয়। বিপদতারণ সিংহ জেগে যাওয়ায় তাঁকে খুন করে দুষ্কৃতিরা। ঘটনার সত্যাসত্য তদন্ত করে দেখছে পুলিশ।