শেষ কয়েক বছরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে মহিলা সংক্রান্ত অপরাধ। বাড়ছে বিভিন্ন ঘটনায় বোলপুর শান্তিনিকেতন এলাকার মহিলাদের পুলিশের দ্বারস্থ হওয়ার পরিমাণও। আন্তর্জাতিক এই শহরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে তাই জেলা পুলিশের উদ্যোগে চালু হল মহিলা থানা।
বিশ্বভারতী কর্তৃপক্ষও মনে করছে এতে লাভবান হবে পড়ুয়া ছাত্রীরা। নতুন মহিলা থানাটি তৈরি হয়েছে বিনয় ভবন ও ইন্টিগ্রেটেড সায়েন্স বিল্ডিংয়ের মাঝামাঝি। বিশ্বভারতীর ৪টি ছাত্রীনিবাস রয়েছে এই থানার ২৫০ মিটারের মধ্যে। বিকেল হতেই এলাকাটি বেশ ফাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে ছাত্রীদের চলাফেরা করা নিয়ে খানিকটা নিশ্চিন্ত হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্বাধীনতা দিবসের দিন থানার উদ্বোধন করেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র, আইজি (বর্ধমান রেঞ্জ) সুব্রত মিশ্র, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল। নবগঠিত থানার ওসির দায়িত্ব সামলাবেন এসআই ঝুমা সিংহ। ২০ জন মহিলা পুলিশকর্মী সবসময় থানায় থাকবেন যাঁরা পড়ুয়াদের পাশাপাশি এলাকার অন্যান্য মহিলা ও মহিলা পর্যটকদের নিরাপত্তা দেবেন।