এ যেন একা রামে রক্ষা নেই, লক্ষ্মণ দোসর। তবে এরা কেউই রাম-লক্ষ্মণের মতো সুবোধ নয়। বরঞ্চ সঠিক সময়ে টেরটি না পেলে এক কামড়েই পঞ্চত্বপ্রাপ্তি ঘটাতে যথেষ্ট। নাম কালাচ বা ডোমনা চিতি আর স্পেকটাকল্ড কোবরা বা খড়িশ।
পরিসংখ্যান আর সর্প বিশারদদের মতে গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে এখন বিষধর সাপদের মধ্যে সবচেয়ে ভয়ানক এই খড়িশ আর কালাচ। এদের মধ্যে কার মারণ ক্ষমতা বেশি তা নিয়েই যেন জোর প্রতিযোগিতা। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ।
সর্পবিশারদ গোলক বিশ্বাস জানাচ্ছেন, বিষের তীব্রতা অনুযায়ী বেশি খতরনাক কালাচ। যেখানে খড়িশের ১৫ মিলিলিটার বিষে মানুষের ক্ষতি হয়, সেখানে কালচের ১ মিলিলিটার বিষই যথেষ্ট। অর্থাৎ খরিশের থেকে ১৬ গুণ মারাত্মক কালাচের বিষ। কিন্তু কালাচ কামড়ালে ৬ থেকে ৭ ঘণ্টা সময় পাওয়া যায় হাসপাতাল পৌঁছনো পর্যন্ত। সেই সময়টা দেয় না খড়িশ। এর বিষে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। তবে বর্তমানে উন্নত অ্যান্টি-ভেনমের কারণে প্রাণনাশের সম্ভাবনা কমেছে।