সবুজসাথী প্রকল্পে নিম্নমানের সাইকেল দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল একদল ছাত্রী। শুক্রবার স্কুলের পক্ষ থেকে সাইকেল বিলি হওয়ার পরই সাইকেলগুলিতে বিভিন্ন অসুবিধা দেখে ক্ষোভে ফেটে পড়ে বীরভূমের মল্লারপুরের তেকেড্ডা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
শুক্রবার তেকেড্ডা উচ্চ বিদ্যালয়ে সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়। অভিযোগ, সেই সাইকেলগুলির কোনওটার বেল নেই, কোনওটার চেন নেই অথবা ফাটা টায়ার। এইসব দেখে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীরা। আম্ভা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফোনে কথা হয় স্থানীয় বিডিও-র সাথে। তিনি সাইকেলগুলি বদলে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। ভাঙা সাইকেলগুলি স্কুলেই ফেরত দিয়ে যায় তারা।