এটা একটা অন্য হোমওয়ার্ক। এটা কেউ ওদের ওপর চাপিয়ে দেয়নি। তাগিদটা খানিকটা নিজেদেরই। তাই স্কুল ছুটির পরে দল বেঁধে ওরা নিজেরাই ঘুরছে গ্রামে গ্রামে। আর সবাইকে বলছে, বাড়িতে জল জমতে দিও না।
রাজ্যের বিভিন্ন এলাকার মত বীরভূমের সাঁইথিয়ার বাজিতপুর এলাকাতেও জলে বেড়ে ওঠা পোকা জীবাণু থেকে রোগের সংক্রমণ নতুন নয়। কিন্তু এবার সেই যুদ্ধে সেনার ভূমিকায় বাজিতপুর হাইস্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। এলাকার ১২টি গ্রামে ঘুরে মানুষকে সচেতন করার হোমওয়ার্ক দেওয়া হয়েছে স্কুল থেকে। প্রত্যেক ছাত্রের দায়িত্ব পাড়ার অন্তত ৫টি বাড়ি। তারপর সোমবার স্কুলে গিয়ে রিপোর্ট পেশ।
প্রচণ্ড উন্মাদনায় পড়ুয়ারা এরপর আর শুধু সচেতনতাতেই থেমে নেই। তারা পরিস্কার করেছে স্কুল লাগোয়া গ্রামগুলো। কারণ ওই ১০০ পড়ুয়ার পাশাপাশি স্কুলের বাকি পড়ুয়ারাও এখন এটা বোঝে যে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগকে ঠেকাতে আগে থেকে তৈরি হতে হয়। তাই দায়টা এখন তাদেরই।