২টি গরুকে ক্ষতবিক্ষত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করার পর থেকেই সিঁদুরে মেঘ দেখছেন লালগড়ের বাসিন্দারা। যে লালগড়ের জঙ্গলে কেউ কখনও বাঘ দেখেননি সেই লালগড়ের জঙ্গলেই সম্প্রতি বাঘের আনাগোনা নজর কাড়ে। পরে গ্রামবাসীদের বেদম মারে সেই বাঘ প্রাণও হারায়। বলা হয়েছিল শিকার উৎসবে গ্রামবাসীদের শিকার হয় সেটি। যে জঙ্গলে কেউ কখনও বাঘ দেখেননি, সেই জঙ্গলে বাঘের দেখা মেলার পর থেকে এখন কিছু অস্বাভাবিক হলেই বাঘের আতঙ্ক পেয়ে বসছে গোটা জঙ্গলপাড়াকে।
২টি গরু সন্ধেয় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বাঁধগোড়ার কাছের গহন জঙ্গল থেকে। ২টিরই সারা দেহ ছিল ক্ষতবিক্ষত। আঁচড়, কামড়ের দাগ স্পষ্ট। স্থানীয়রা মেনে নিচ্ছেন এ কাণ্ড জঙ্গলে থাকা নেকড়েরও হতে পারে। অন্য কোনও হিংস্র জানোয়ারেরও হতে পারে। তবু মনের কোণায় কোথাও বাঘের আতঙ্কটা পিছু ছাড়ছে না। ফলে অন্য জন্তু হতে পারে মুখে বললেও মনে মনে তাঁরা বাঘের ভয়ে কাঁটা। ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা গরু ২টিকে পরীক্ষা করেছেন।