
শনিবার রাতে ও রবিবার ভোরে হওয়া ২টি পৃথক দুর্ঘটনায় ২ জেলায় প্রাণ গেল ২ জনের। শনিবার রাতে বীরভূমের বোলপুর শহরের কাছে সিয়ানে একটি ট্রাক্টর উল্টে যায়। ট্রাক্টরে গঙ্গারামপুরের কয়েক জন বাসিন্দা ছিলেন। ট্রাক্টরটি উল্টে গেলে তাতে থাকা বছর ১২-র কিশোর আমিনুল শেখ পড়ে গিয়ে চাপা পড়ে যায় গাড়ির তলায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে রবিবার সকালে বাঁকুড়ার বড়জোড়ার দুর্গাপুর-বাঁকুড়া রোডের ওপর ২টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক লরি চালকের। এদিন ভোরে দুর্গাপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল একটি ভুট্টা বোঝাই লরিটি। তখন উল্টোদিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ভুট্টার গাড়ির চালক রামজনম মাহাতো। অন্য লরি চালক পালিয়ে যায়।