মঙ্গলবার দুপুর প্রায় ২টো। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ধনতলা বাজারে তখনও ভালই লোকজন রয়েছেন। এখানেই একটি দোকানের সামনে এক ব্যক্তি বাইক নিয়ে হাজির হয়। বাইকটি দোকানের সামনেই রাখে সে। দোকান মালিক মহম্মদ জয়নাল ও তাঁর ছেলে তখন দোকানে ছিলেন। দোকানের সামনে বাইক রাখলে দোকানে ক্রেতারা আসতে পারবেননা। একথা জানিয়ে বাইক সরাতে বলেন তাঁরা। অভিযোগ এতে রেগে গিয়ে ওই ব্যক্তি জয়নাল ও তাঁর ছেলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তখনকার মত আশপাশের লোকজন ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেন।
বাইক নিয়ে তখনকার মত ওই ব্যক্তি চলে গেলেও স্থানীয়দের দাবি সামান্য সময়ের মধ্যেই বেশ কয়েকজনকে নিয়ে সেখানে হাজির হয় সে। এসে জয়নাল ও তাঁর ছেলের ওপর চড়াও হয়। যারা আসে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র ছিল। জয়নালকে খুব কাছ থেকে গুলি করে তারা। ছেলেকে ধারাল অস্ত্রের কোপ মারে। তারপর সেখান থেকে বাইক নিয়ে আসা দুষ্কৃতিরা চম্পট দেয়। দ্রুত জয়নালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ছেলের চিকিৎসা চলছে। এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। দোষীদের গ্রেফতারের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।