
বীরভূমের মহম্মদ বাজারে দুই বোনের গলার নালি কেটে খুনের ঘটনায় এবার তাদের মা অপর্ণা সাধুকে গ্রেফতার করল পুলিশ। আগেই এই ঘটনায় তাদের মামা রামপ্রসাদ সাহাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকারও করে সে। কিন্তু ঠিক কী কারণে খুন তা খুঁজতে দুই বোনের মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল পুলিশ। অবশেষে খুনের ঘটনা জেনেও চেপে যাওয়ার অভিযোগে শনিবার রাতে মাকে গ্রেফতার করে পুলিশ। এদিন আদালতে তোলা হলে অপর্ণা সাধুকে আগামী ২৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে খুনের কারণ নিয়ে এখনও ধন্ধে পুলিশ। সম্পত্তিজনিত কারণ, মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মেয়েদের প্রশ্ন তোলা, নাকি বড় মেয়ে সুস্মিতার সঙ্গে অন্য জাতের এক যুবকের সম্পর্ক তৈরি হওয়া, আপাতত এই ৩টি কারণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে পুলিশ।