এবার ব়্যাগিং-এর শিকার হওয়ার অভিযোগ সরকারি পিটিটিআই ছাত্রাবাসের পড়ুয়াদের। কলেজ কর্তৃপক্ষের অপেক্ষা না করেই পড়ুয়ারা দ্বারস্থ হলেন স্থানীয় বিডিও-র। মঙ্গলবার হেনস্থার শিকার হওয়া পড়ুয়াদের অভিভাবকরা লিখিত অভিযোগ জানান বিডিওর কাছে।
অভিযোগ, পশ্চিম বর্ধমানের লাউদোহা পিটিটিআই কলেজে দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হত প্রথম বর্ষের ৫ ছাত্রকে। অভিযোগ, দ্বিতীয় বর্ষের ছাত্ররা এধরণের অত্যাচার চালাত। প্রথম দিকে অভিভাবকদের এবিষয়ে জানালেও তাঁরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে এবার অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় প্রথম বর্ষের ছাত্ররা মানসিক ভাবে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
এদিন দুর্গাপুর-ফরিদপুরের বিডিও শুভ সিনহা রায়ের কাছে অভিযোগ জানালে তিনি বিষয়টি অ্যান্টি-ব়্যাগিং কমিটি তদন্ত করে দেখছে বলে জানান। অন্যদিকে প্রধান শিক্ষক সনৎ কুমার পাল অভিযুক্ত ৬ ছাত্রকে হোস্টেল থেকে সাময়িক বরখাস্ত করেন।