মোবাইলে নেটওয়ার্ক নেই। থাকলেও বিদ্যুতের অভাবে চার্জ নেই। কোনওভাবে চার্জ দিতে পারলেই বাড়িতে একবার ফোন। সারাদিন এই চেষ্টাতেই কেরালায় আটকে পড়া বাংলার বহু মানুষ। কিন্তু তাতে তাঁদের পরিজনরা স্বস্তি পেলেও উপকার হচ্ছে না আটকে পড়া মানুষগুলোর। তাই মোবাইলে টাওয়ার আর চার্জ দুটো থাকলে কিভাবে সেটাকে কাজে লাগাতে হয় সেটাই সম্ভবত দেখালেন বীরভূমের ইলামবাজারের গোলটেকুরির বাসিন্দা রাহুল শেখ। নিজেদের এক কোমর জলে ডুবে থাকা বাসস্থানের ভিডিও তুলে পাঠালেন। জানালেন বিস্কুট ছাড়া খাবার নেই। দোকানে চাল ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। আগুন জ্বালানোর উপায় নেই।
নিজের অবস্থার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়েছেন রাহুল। আর এই ভিডিও প্রকাশ হতেই ভাইরাল। এখন ইলামবাজারে তার পরিবারের একটাই আশা, যদি কোনওভাবে এই ভিডিও পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে আর তিনি ব্যবস্থা করেন রাহুল সহ আটকে পড়া বীরভূমের ৪-৫টি গ্রামের যুবকদের ফিরিয়ে আনার।