নানুরে ফের প্রশ্নের মুখে তৃণমূলের সংগঠন। সুযোগ পেলেই দলীয় কর্মী থেকে নেতাদের দিকে চড়াও হচ্ছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন। তবে দলীয় নেতাদের দাবি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া মানুষজনই এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন।
মঙ্গলবার নানুরের ভাসামাঠ এলাকায় ১০০ দিনের প্রকল্পে রাস্তা তৈরির কাজ দেখতে যান ওই গ্রামের বুথ কমিটির সভাপতি থাকোহরি দাস ও সদস্য বিল্বদল দাস। তখনই একদল লোক বাঁশ লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হন। আহত অবস্থায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনা ঘিরে বিতর্কে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের দাবি ওই এলাকা থেকে বিজেপিতে যোগ দেওয়া বাবলু পাল, প্রণব পালরা এই আক্রমণ চালান। তবে বিজেপি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।