State

বাড়ছে কালাচের মানুষ প্রীতি

পরপর ২ রাতে ২টি কালাচ সাপ উদ্ধার। ২টিই মানুষের বাড়ির ভিতর থেকে। আর তা থেকেই আবারও প্রমাণ পাওয়া যাচ্ছে কালাচের মানুষ প্রীতির। সাপ সাধারণত মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করলেও ব্যতিক্রম এই কালাচ।

গত শুক্রবার রাতে নদিয়ার নাটনার বাসিন্দা রাণা প্রামাণিক দেখেন বাড়ির ভিতরে রাখা ইটের পাঁজায় ঢুকছে একটি কালাচ। খবর দেওয়া হয় করিমপুর নেচার কেয়ার সোসাইটিকে। তারাই এসে সাপটি উদ্ধার করে। একইভাবে শনিবার রাতে করিমপুরের বাসিন্দা জীবন সরকারের বাড়ির ভিতরে ইটের ঢিপি থেকে উদ্ধার হয় আরও একটি কালাচ সাপ। তবে এই পরিবেশে শুধু বিষধর কালাচই থাকে না। বিষহীন দাঁড়াস বা ঢ্যামনা সাপও যথেষ্ট রয়েছে। সোমবার সকালে নদিয়ারই করিমপুরের বকুলতলা পাড়ার রাজেন স্বর্ণকারের বাড়ি থেকে উদ্ধার হয় এমনই একটি দাঁড়াস সাপ।


West Bengal News

আন্তর্জাতিক বহু সর্প বিশারদও এখনও বুঝে উঠতে পারছেন না কেন এই সাপ মানুষের এত কাছে থাকতে ভালবাসে। বিশেষত রাত্রিবেলা বাড়ির ভিতর ঢুকে আসার প্রবণতাই এদের বেশি দেখা যায়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button