১০ দিনে ক্ষৌরকর্ম। ১১ দিনে শ্রাদ্ধানুষ্ঠান। বাবা-মা মারা গেলে যেমন ভাবে শ্রাদ্ধের কাজ করতেন ঠিক তেমনই রীতি মেনে শ্রাদ্ধানুষ্ঠান করছেন অটলবিহারী বাজপেয়ীর। এমনটাই পরিকল্পনা নিয়ে আপাতত নিমন্ত্রণ পত্র বিলি করে বেড়াচ্ছেন বাঁকুড়ার সিমলাপালের পুলকেশ পাত্র।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী জীবদ্দশায় এমন ভক্তের কথা জানতে পারলে হয়তো খুশি হতেন, যিনি তাঁকে বাবা-মায়ের জায়গায় বসিয়েছিলেন তাই তো সিমলাপালের গোপালনগরের বাসিন্দা পুলকেশবাবু বাজপেয়ীর মৃত্যুর পর থেকেই অশৌচ পালন করছেন। আগামী শনিবার তাঁর ক্ষৌরকর্ম। রবিবার শ্রাদ্ধানুষ্ঠান।
পুলকেশবাবু সিমলাপালের মণ্ডল কমিটির সদস্য। সেই সূত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর কাছে ভগবানের সমান। যদিও এই শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য বিজেপির তরফ থেকে তাঁকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তিনি নিজেই রাজ্য কমিটি পর্যন্ত নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। সেই সাথে নিমন্ত্রিত আরও ৪০০মানুষ।