হকার উচ্ছেদ করতে গিয়ে প্রৌঢ় এক হকারকে কান ধরে ওঠবস করানোর অভিযোগে বিতর্কে জড়ালেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। যদিও হকাররা এবিষয়ে কোনও অভিযোগের পথে যাননি।
বাঁকুড়ার মাচানতলা এলাকার হকারদের উচ্ছেদ করে তাঁদেরকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়া হয়। ২ কোটি ৯০ লক্ষ টাকায় বাঁকুড়া শহরের সৌন্দর্যায়নের জন্য হকারদেরকে কৃষক বাজারে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়। হকাররা সেখানে উঠে গেলেও সেখানে ক্রেতা না হওয়ায় কিছু ব্যবসায়ী মাচানতলাতে বসেছিলেন। বুধবার তাঁদের উচ্ছেদ করতে গিয়েই বিপত্তি বাধে।
প্রৌঢ় ওই হকার প্রায় কান্নাকাটি শুরু করেন। তারপর তাঁর জিনিস বাজেয়াপ্ত করতে গেলে তিনি হাতে পায়ে ধরতে যান। তখনই মহাপ্রসাদবাবু তাঁকে কান ধরে ওঠবস করতে বলেন বলে অভিযোগ। যদিও পরে মহাপ্রসাদবাবু দাবি করেন, ওই হকার নিজে থেকেই ওঠবস করেছিল।