গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের পণ্ডিতপোতা গ্রাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ্যমন্ত্রী বারবার দলীয় নেতা কর্মীদের সতর্ক করেছেন। এমনকি কড়া পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বই ফের প্রকাশ্যে এসে পড়ল পণ্ডিতপোতায়। কে গ্রাম পঞ্চায়েত প্রধান হবেন? এই নিয়ে চাপা উত্তেজনা চলছিল তৃণমূলেরই ২ গোষ্ঠীর মধ্যে। শনিবার সকালে তা চরম আকার নেয়। মুড়িমুড়কির মত বোমা পড়ে। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন গুলিও চলে। সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর রাস্তাঘাট শুনশান চেহারা নেয়। দোকানপাট এলাকায় বন্ধ। র্যাফ নেমেছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এখানে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। ফলে তৃণমূলের টিকিটে দাঁড়ানো প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূলেরই অন্য গোষ্ঠী নির্দল প্রার্থী দাঁড় করায়। ১১টির মধ্যে তৃণমূল ৬টি আসন পায়। নির্দল পায় ৫টি আসন। তারপর থেকেই গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবেন তা নিয়ে চাপা উত্তেজনা চলছিল। যা চরম আকার নিল শনিবার।