State

থামছে না গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত নানুর

বিনা ভোটে পঞ্চায়েত দখল। তার পরেও থামছে না বীরভূমের নানুরে রাজ্যের ক্ষমতাসীন দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজয় মিছিলকে কেন্দ্র করে নানুরের চণ্ডীপুর গ্রামে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ। যদিও শুক্রবারের এই ঘটনায় কেউ হতাহত হননি।

West Bengal News


পঞ্চায়েত মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর নানুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিজয়ী তৃণমূল। এরমধ্যে বেশিরভাগ আসনই পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখের অনুগামীরা। এরপর থেকেই নানুরে ২ গোষ্ঠীর মধ্যে টানটান উত্তেজনা চলছিল।

West Bengal News


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডের গোষ্ঠী মিছিল বের করে নানুরের চণ্ডীপুর গ্রামে। সেই সময় কাজল শেখের অনুগামী হিঙ্গুর শেখের বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অন্যদিকে কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মণ্ডলের অনুগামী জামাল শেখকে মারধর করার। শনিবার সকাল থেকেই গ্রামে শুরু হয়েছে পুলিশি টহল। ঘটনার রাত থেকেই আশেপাশের গ্রামগুলো পুরুষ শূন্য।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button